বিজেপি ক্ষমতায় থাকা যে পঞ্চায়েত সমিতিতে অনাস্থা প্রস্তাব ভোটে টিঁকে গেছে, সেখানকার বিজেপি মন্ডল সভাপতিকে রাজ্য কমিটির শো-কজ চিঠি

বিজেপি ক্ষমতায় থাকা যে পঞ্চায়েত সমিতিতে অনাস্থা প্রস্তাব ভোটে টিঁকে গেছে, সেখানকার বিজেপি মন্ডল সভাপতিকে রাজ্য কমিটির শো-কজ চিঠি

ত্রিপুরার পশ্চিম জেলায় বামুটিয়া পঞ্চায়েত সমিতি। তেরটি আসনের সবগুলিই বিজেপি’র দখলে।
সমিতির চেয়ারপার্সনের বিরুদ্ধে অনাস্থা আনা হয়েছিল। গতকাল ভোটাভুটিতে অনাস্থা প্রস্তাব টিঁকে গেছে। তেরজনের আটজন চেয়ারপার্সনের বিরুদ্ধে ভোট দিয়েছেন।
বিজেপির রাজ্য কমিটি সেখানকার দলীয় মন্ডল কমিটির সভাপতিকে এই বিষয়ে সাত দিনের মধ্যে জবাব দিতে বলেছে। কেন তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়া হবে না, সেই জবাব দিতে হবে। মন্ডল সভাপতির কাজল দে’র নামে আজ এই চিঠি ইস্যু করেছেন বিজেপি’র রাজ্য সভাপতি ডাঃ মানিক সাহা।

অভিযোগ, পঞ্চায়েত সমিতিতে বিরোধের আসল ব্যাপার দলের রাজ্য ও জেলা কমিটিকে মন্ডল সভাপতি জানাননি। রাজ্য সম্পাদককে ‘ সব ঠিক আছে’ বলে জানিয়েছিলেন, অথচ অনাস্থা প্রস্তাব নিয়ে হওয়ার সভায় ( ভোটাভুটি) দেখা গেছে, মন্ডল সভাপতির দেয়া তথ্য ভুল। দায়িত্ব পালনে অবহেলা করা হয়েছে।

এইসব ব্যাপারেই কাজল দে-কে জবাব দিতে হবে।

COMMENTS