বিহারের বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। বেলা একটা পর্যন্ত যা খবর তাতে আগিয়ে আছে বিজেপি-জেডিইউ জোট। তারা এখন পর্যন্ত ১২৪ টি আসনে এগিয়ে। আরজেডি, কংগ্রেস এবং বাম দলগুলির জোট ১১০ আসনে এগিয়ে। এলজেপি এগিয়ে ৪ আসনে এবং অন্যরা এগিয়ে আছে ৫ আসনে।
বামদলগুলি ২৯ আসনে প্রার্থী দিয়ে, ১৯ আসনে এগিয়ে আছে। গত নির্বাচনে তারা একটি আসনও পায়নি।
সকাল আটটা থেকে ভোট গণনা শুরু হয়েছে। চার কোটির মতো ভোট পড়েছে এবারের বিধানসভা নির্বাচনে। বেলা সাড়ে বারটা পর্যন্ত ২০ শতাংশ ভোটের গোনা হয়েছে।
বিহারে বিধানসভা আসনের সংখ্যা ২৪৩। সরকার দখল করতে ১২২ আসনের প্রয়োজন।
গত পনের বছর ধরে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার।
বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায় বলা হয়েছে এবার বিহার যাবে মহাজোটের দিকে। লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি), কংগ্রেস, বামপন্থীরা মিলে তৈরি করেছে এই জোট। অন্যদিকে রয়েছে নীতিশ কুমারের জনতা দল (ইউনাইটেড), বিজেপি এবং আরও ছোট ছোট দুটি আঞ্চলিক দলের জোট। কিন্তু এখন পর্যন্ত ফলাফলের যা অবস্থা তাতে বুথ ফেরত সমস্ত সমীক্ষার উল্টো ফল আসছে বিহার থেকে।
কিন্তু ভালো সংখ্যক আসনে প্রার্থীদের এগিয়ে থাকার মার্জিন খুব কম। বেলা একটা পর্যন্ত ৮৪টি আসনে মার্জিন দু হাজারের কম। ৪৩ আসনে মার্জিন পাঁচশো ভোটের কম।
COMMENTS