ত্রিপুরা মেডিক্যাল কলেজে কোভিড স্পাইক, আক্রান্ত ২৬ স্বাস্থ্যকর্মী

ত্রিপুরা মেডিক্যাল কলেজ এন্ড ব্রামহ হসপিটাল’র ডাক্তার-নার্সসহ অন্তত ২৬ জন স্বাস্থ্যকর্মী কোভিড পজিটিভ বলে শনাক্ত হয়েছেন।

বন্ধ করে দেয়া হয়েছে আউট পেসেন্ট ডোর।

কী করে সংক্রমণ ছড়াল, এখনও তা বোঝা যায়নি, বলেছেন একজন ডাক্তার।

বেশ কিছুদিন ধরেই ‘র‍্যাট’ না করেই রোগী ভর্তি করা হচ্ছে টিএমসিতে। সেই পরীক্ষা বন্ধ আছে।

আক্রান্ত স্বাস্থ্যকর্মীরা  প্রথম দাগের ভ্যাকসিন নিয়েছেন।
ত্রিপুরায় সংক্রমণের মাত্রা ৫.৪১ শতাংশ। মৃত্যুর হার ১.১৬ শতাংশ।
বিকাল চারটা পঁয়াতাল্লিশ মিনিটের মেডিক্যাল বুলেটিনে বলা হয়েছে, আজ ত্রিপুরায় নয়জন কোভিড পজিটিভ শনাক্ত হয়েছেন।

COMMENTS