অবৈধ গাঁজা’র সাথে জড়িত থাকার অভিযোগে সাময়িক বরখাস্ত ত্রিপুরা পুলিশের কর্মী

বেআইনি গাঁজা ব্যবসায়ীদের সাথে যুক্ত থাকার অভিযোগে গায়ত্রী দাস নামে ত্রিপুরা পুলিশের এক হেড কনেস্টবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে আজ।

গাঁজা কেনা-বেচা, মজুদ করা নিয়ে দুই জনের টেলিফোনে আলোচনা টিভির খবরে, সামাজিক মাধ্যমে ফাঁস হয়ে যাওয়ার পরেই পশ্চিম জেলার পুলিশ সুপার মানিক দাস তাকে সাময়িক বরখাস্ত করেছেন। টেলিফোনে আলোচনা যারা করছিলেন, তাদের একজন গায়েত্রী দাস, এবং অন্যজন জনৈক প্রশান্ত চক্রবর্তী বলে অভিযোগ।

প্রশান্ত চক্রবর্তীর সাথে টেলিফোন আলাপ হয়, কত টাকায় গাঁজা কিনে, কতদিন মাটির নীচে রেখে দিলে, তার কত দাম হবে, ইত্যাদি।

দীর্ঘদিন পুলিশ হেডকোর্টারে ছিলেন তিনি। ফলে নানাভাবে প্রভাবশালীদের সাথে তার বোঝাপড়া গড়ে উঠে। তার প্রতিপত্তি বাড়ে, বলে পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে।

সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ কর্মী এবং প্রশান্ত চক্রবর্তী, দুই জনেই মোহনপুর মহকুমার বলে জানা গেছে। কনেস্টবলের ফোন বাজেয়াপ্ত হয়েছে।

অভিযোগ আছে যে রাজ্যের নানা জায়গার সাথে মোহনপুরেও অবৈধ গাঁজা চাষ হয়। পুলিশ সেখানে অভিযান চালায় না বলে অভিযোগ।

আগরতলার পাশের মহকুমাই মোহনপুর। শিক্ষামন্ত্রীও এই মহকুমা থেকেই নির্বাচিত।

COMMENTS