ত্রিপুরা হাইকোর্ট বিজ্ঞান শিক্ষকদের নিয়মিত বেতন,ইত্যাদি ছয় মাসের মধ্যে দিয়ে দিতে বলেছে। চারজন বিজ্ঞান শিক্ষককে ত্রিপুরা সরকার, তাদের চাকরি চলে যাবে বলে নিজেদের বক্তব্য জানানোর চিঠি দিয়েছিল। সরকারের সেই উদ্যোগও খারিজ করেছে আদালত। বলেছেন, আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন ।
‘১০৩২৩’ শিক্ষকদের মামলায় ওই চার শিক্ষকের চাকরিও চ্যালেঞ্জ হয়েছিল, এই কারণে তাদের চাকরি চলে যাওয়ার কথা বলেছিল দফতর। নিয়মিত বেতন না দেয়ার কারণ হিসেবে বলা হয়েছিল, তাদের চাকরি নিয়মিত পদের নিরিখে হয়নি।
ত্রিপুরায় ‘১০৩২৩’ শিক্ষক বলে পরিচিত হাজার হাজার শিক্ষকের চাকরি গেছে, সেই নিয়োগ নীতিই আদালতে বাতিল হয়ে গেছে। তারা বার দিন ধরে আগরতলায় গণ অবস্থান করছেন চাকির দাবিতে, মৃতসাথীদের পরিবারের রোজগারের দাবিতে।
COMMENTS