দু’দিনের মধ্যে কেন্দ্রের আনা কৃষি বিল নিয়ে কৃষকদের দাবি না মানলে, অল ইন্ডিয়া ট্যাক্সি ইউনিয়ন ধর্মঘটে যাবে হুঁশিয়ারি দিয়েছে সোমবারে।
ইউনিয়নের প্রেসিডেন্ট বলবন্ত সিং ভুল্লার বলেছেন, তারা দুই দিনের সময় দিচ্ছেন কৃষকদের দাবি মেনে নেয়ার জন্য। ” আমরা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, কৃষিমন্ত্রীকে অনুরোধ করছি এই বিলগুলি দুই দিনের মধ্যে ফিরিয়ে নিতে। যদি তা না হয় তবে রাস্তা থেকে আমরা গাড়ি তুলে নেব। দেশের সব ড্রাইভারদের অনুরোধ করছি, কৃষকদের দাবি মানা না হলে ৩ ডিসেম্বর থেকে রাস্তায় না নামতে। কর্পোরেটরা আমাদের শেষ করে দিচ্ছে।”
কৃষকরা দিল্লির সীমান্তে সিংগু, তিক্রি এলাকায় পাঁচদিন ধরে নয়া কৃষি বিলের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন। গাজিপুর সীমান্তেও প্রচুর কৃষক জড়ো হয়েছেন। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ থেকে কৃষকরা আন্দোলনে এসেছেন।
COMMENTS