মজুরি মিলছে না, শ্রমিকরা আন্দোলনে

মজুরি মিলছে না, শ্রমিকরা আন্দোলনেFeatured Video Play Icon

আগরতলা স্টেশনে রেলের সাফাইকর্মীরা বিক্ষোভ  করেছেন। তারা  পরিচ্ছন্নতার কাজ বন্ধ রেখেছেন। শ্রমিকদের অভিযোগ, লকডাউনের সময় কাজ বন্ধ থাকায় তাদের মজুরি দেয়া হয়নি। পীযূষ ট্রেডার্স নামের একটি সংস্থায় ঠিকা শ্রমিক হিসাবে কাজ করেন তারা। সংস্থাটি আগরতলা রেল স্টেশনে  সাফাই কর্মী  জোগান দেয়।

মার্চ মাসে লকডাউনের জন্য যে সময়টা কাজ বন্ধ ছিল, তার মজুরী তাদের দেয়া হয়নি। এপ্রিল মাস  সবটাই ছিল লকডাউন। কয়েকদিন রেলের কোচে আইসোলেসন ইউনিট তৈরির কাজ হয়েছে। তার কয়েকদিনের মজুরি তারা পেয়েছেন। কারোর একাউন্টে একশ বা কারোর একাউন্টে দু’শো টাকা ঢুকেছে। এই টাকা দিয়ে সংসার কীভাবে চলবে,  বক্তব্য শ্রমিকদের।
এপ্রিল মাসের পুরো মজুরির দাবিতে  সকাল থেকে বিক্ষোভ-আন্দোলন শুরু করেছেন শ্রমিকরা।
লকডাউনের কারণে কাজ হারানো এবং মজুরি হারানোর যন্ত্রণার ছবি এখন গোটা ভারতে।

 

COMMENTS