লুডো খেলায় হেরেছেন মেয়ে , বাবার কাছে। পারিবারিক আদালতে মেয়ে নালিশ ঠুকেছেন।

লুডো খেলায় হেরেছেন মেয়ে , বাবার কাছে। পারিবারিক আদালতে মেয়ে নালিশ ঠুকেছেন।

লুডো খেলায় হেরেছেন মেয়ে , বাবার কাছে। পারিবারিক আদালতে মেয়ে নালিশ ঠুকেছেন।
মেয়ে কান্নাকাটি করেছেন বাবার কাছে, বাবা যেন হেরে যান, বাবা কথা শোনেননি, মেয়ে তাই পারিবারিক আদালতে।
” বাবাকে বাবা ডাকতেও এখন আমার বাধছে। আমাকে সম্মান করে তার কি হেরে যাওয়াই উচিৎ ছিল না,” মেয়ের বক্তব্য।
কাউন্সিলর চারবার এখন পর্যন্ত মেয়ের সাথে কথা বলেছেন।
মধ্যপ্রদেশের ঘটনা।
মেয়েটির বয়স চব্বিশ।
কাউন্সসিলর সরিতা রজনী বলেছেন, এখন অবস্থা ধীরে ধীরে পাল্টাচ্ছে। বাবা-মেয়ে ভালই ছিলেন, সেই লুডো খেলার পরেই সম্পর্ক খারাপ হয়। লকডাউন মনের ওপর চাপ বাড়াচ্ছে ভীষণ। একজন আরেকজনের থেকে বড়ই বেশি আশা করছেন।

COMMENTS