কোভিড পেসেন্ট বাড়ছেন ত্রিপুরায়, বাড়ছে মৃত্যুও।

কোভিড পেসেন্ট বাড়ছেন ত্রিপুরায়, বাড়ছে মৃত্যুও।ফাইল ছবি

ত্রিপুরায় নতুন কোভিড পেসেন্ট শুধু বাড়ছেনই না, আবার মৃত্যুও শুরু হয়েছে। এই মাসেই দুই জন। আজ মারা গেছেন আরও একজন। নতুন শনাক্ত হয়েছেন ৪৮ জন। এখন অ্যাক্টিভ মোট ২৩৩ জন।
রোগীর সংখ্যা বাড়ছে, তবে টেস্ট বিশেষ বাড়ছে না। একদিনে মোট টেস্ট হয়েছে দুই হাজারেরও কম, সংখ্যায় ১৮৬৭ জন। আজ সুস্থ হয়েছেন দুই জন।
ত্রিপুরার মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী , দুই জনেই কোভিড আক্রান্ত হয়ে আছেন।

ত্রিপুরায় মৃত্যুহার ১.১৬ শতাংশ। এটাই উত্তরপূর্বাঞ্চলে সবচেয়ে বেশি মৃত্যুহার।
ভারতে একদিনে নতুন শনাক্ত হওয়ার সংখ্যা ১.৫২ লাখ ছাড়িয়ে গেছে। ‘গত বছর কোভিডের বাড়াবাড়ির সময়ে সেপ্টেম্বরে একদিনে ৯৭ হাজার পর্যন্ত পৌঁছেছিল, সেটাই সবচেয়ে বেশি ছিল। এই মাসে সেসব অনেক পেছনে ফেলে লাখ পেরিয়ে , এখন দেড় লাখও পার হয়ে গেল। মহারাষ্ট্রের অবস্থা সবচেয়ে বাজে।

COMMENTS