আগরতলায় আক্রান্ত যাত্রী ট্রেন

আগরতলা থেকে ধর্মনগরের দিকে দিনের শেষ যাত্রী ট্রেনে আক্রান্ত হল। আগরতলা স্টেশন থেকে ছেড়ে এসেই যোগেন্দ্রনগর। তারপরেই ঢিল পড়তে থাকে ট্রেনে। জানালার কাঁচ ভেঙেছে। যাত্রীদের তেমন আঘাত না লাগলেও, আতঙ্কে হুড়োহুড়ি হয় কামড়ার ভেতরে। আমবাসায় আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আগরতলা থেকে ধর্মনগরের দিকে দিনের শেষ যাত্রী ট্রেনে আক্রান্ত হল। আগরতলা স্টেশন থেকে ছেড়ে এসেই যোগেন্দ্রনগর। তারপরেই ঢিল পড়তে থাকে ট্রেনে। জানালার কাঁচ ভেঙেছে।
যাত্রীদের তেমন আঘাত না লাগলেও, আতঙ্কে হুড়োহুড়ি হয় কামড়ার ভেতরে।
আমবাসায় আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

COMMENTS