এয়ারপোর্টে চারজন বাংলাদেশের নাগরিক গ্রেফতার, সাতদিনের পুলিশ রিমান্ডে।

সার্জিক্যাল স্ট্রাইক, ইত্যাদি বেশ শোনা যাচ্ছিল দিন কয়েক আগে। তবে আন্তর্জাতিক সীমান্ত নড়বড়ে হয়ে আছে।
আগরতলার এয়ারপোর্ট থেকে চারজন বাংলাদেশের নাগরিক ধরা পড়েছেন, তারা জাল কাগজ দিয়ে মুম্বাই পাড়ি দিচ্ছিলেন বলে অভিযোগ। বাংলাদেশ থেকে এসেছেনও অনুমতি ছাড়াই।
কাওসার হুসেন(৪০), দিলোয়ার বসির উদ্দিন (৬৫), মিজানুর হুসেন(৪৮) এবং মিজানুর রহমান (১৯), এই চারজনকে পুলিশ সাতদিনের রিমান্ডে নিয়েছে।
তাদের বাড়ি বাংলাদেশের চাঁদপুরে।

রোহিঙ্গা অংশের মানুষ মাঝে মাঝেই পড়া পড়ছেন, সীমান্ত পেরিয়ে এসেছেন। তাদের কারও কারও কাছেও জাল ভারতীয় কাগজ পাওয়া যাচ্ছে।
পেটের টানেই সীমান্ত পার হচ্ছেন অধিকাংশই।
কিছুদিন আগে গুয়াহাটিতে বিএসএফ-বিজিবি মিটিঙে বিজিবি প্রধান দাবি করেছিলেন, দেশের জিডিপি বেড়েছে, সেদিক থেকে লোক ঢোকার কোনও কারণ নেই।

COMMENTS