ত্রিপুরায় ভ্যাকসিন নেয়ার পর তিন স্বাস্থ্যকর্মীকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। একজন উদয়পুরের,একজন আগরতলার এবং আরেকজন জিরানিয়ার।
তাদের কেউই ভ্যাকসিনের কারণে অসুস্থ হয়েছেন বলে মনে করছেন না জাতীয় স্বাস্থ্য মিসন’র ত্রিপুরা ডিরেক্টর ডাঃ সিদ্ধার্থ শিব জয়সওয়াল। তিনি বলেছেন, যাদের ভর্তি করতে হয়েছে, তাদের অন্য অসুবিধা ছিল। একজনের টিবি সংক্রমণ পাওয়া গেছে, একজনের প্যানক্রিয়াটাইটিস, ইত্যাদি। এখন প্রত্যেকেই স্থিতিশীল অবস্থায় আছেন।
১৬ জানুয়ারি থেকে টিকা দেয়ার কাজ শুরু হয়েছে।
প্রথম পর্যায়ে প্রায় ৪৬ হাজার স্বাস্থ্যকর্মীকে চিহ্নিত করা হয়েছে টিকা দেয়ার জন্য,প্রায় ১০ হাজার কর্মীকে এখন পর্যন্ত টিকা দেয়া হয়েছে। সেই হিসাবে লক্ষ্যমাত্রার ২১ শতাংশ টিকা নিয়েছেন।
১৬ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত লক্ষ্য ছিল ১৫,৯৫৬ জনকে টিকা দেয়ার, ৯,৮০৭ জন টিকা নিয়েছেন, মানে এই সময়ে লক্ষ্যমাত্রার ৬১.৫ শতাংশ টিকা নিয়েছেন।
ডাঃ জয়সওয়াল বলেছেন যে এই ভ্যাকসিন নিরাপদ। কাউকে গুজবে কান না দিতে অবেদন করেছেন।
COMMENTS