এডিসি নির্বাচনে বিজেপি’র সঙ্গ ছেড়ে তিপ্রা’র সাথে আইপিএফটি!

 

ত্রিপুরা স্বশাসিত উপজাতি জেলা পরিষদ নির্বাচনে তিপ্রা মথা’র সাথে জোটে যাবার আলোচনা হচ্ছে আইপিএফটি’র।
কংগ্রেসের সাথেও তিপ্রা’র আলোচনা অল্প-বিস্তর হয়েছে।
এই বিষয়গুলিতে যুক্ত একজনের সূত্রেই এই দাবি করা হয়েছে।

” আইওইএফটি’র সাথে তিপ্রা’র জোট হচ্ছে। মোটামুটি এটা ধরেই নেয়া যায়,” বলেছেন তিনি।

তাছাড়া, ছোট ছোট আরও দুই-একটি দল মিশে যাচ্ছে প্রাক্তন কংগ্রেস নেতা প্রদ্যোত কিশোর দেববর্মন’র নেতৃত্বাধীন তিপ্রা’র সাথে।

আইপিএফটি, ত্রিপুরায় সরকারে বিজেপি’র জোটসঙ্গী। আইপিএফটি থেকে মন্ত্রী দুইজন।
আইপিএফটি আলাদা রাজ্য, তিপ্রাল্যান্ড’র কথা বলে গত বিধানসভা নির্বাচন লড়েছিল। বিজেপি তাদের সাথে জোট করে। বিজেপি তিপ্রাল্যান্ড সমর্থন করে না বললেও, জোট করে আইপিএফটি’র সাথে।
কয়েকদিন আগে প্রদ্যোত ‘গ্রেটার তিপ্রাল্যন্ড’র ডাক দিয়েছেন।

আইপিএফটি জেলা পরিষদ নির্বাচনে অধিকাংশ আসন দাবি করেছিল বিজেপি’র কাছে, সেটাই নাকি বোঝাপড়া ছিল। বিধানসভায় কম আসন নেবে আইপিএফটি, বিজেপি বেশি, আর জেলা পরিষদে আইপিএফটি বেশি, বিজেপি কম।
দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষও হয়েছে বেশকিছু।

তখন বিজেপি’র সাধারণ সম্পাদক ছিলেন রাম মাধব। ত্রিপুরায় এসে আইপিএফটি’র সাথে আলোচনা করেন ইত্যাদি বিষয় নিয়ে। আইপিএফটি’কে জুনিয়র পার্টনার বলে সম্বোধন করে বলেছিলেন যে বিজেপি তাদেরকে গাইড করবে। জেলা পরিষদ নির্বাচন এলে আলোচনা হবে।
নির্বাচিত জেলা পরিষদ’র মেয়াদ প্রায় এক বছর আগে পেরিয়ে গেছে। ত্রিপুরা হাইকোর্ট সম্প্রতি রায় দিয়েছে, ১৭ মে’র মধ্যে নির্বাচন করতে হবে।

COMMENTS