কানের সোনা বন্ধক দিয়ে লাউ করেছিলেন কৃষক, সেই ক্ষেত নষ্ট হল নাশকতায় ।

কানের সোনা বন্ধক রেখে লাউ গাছ লাগিয়ে ছিলেন কৃষক। গাছে গাছে লাউ এসেছে, মাত্রই বিক্রি শুরু করেছিলেন। রাতে পুরো ক্ষেত নষ্ট করে দেয়া হয়েছে।

সিপাহিজলা জেলার চড়িলামের থালা ভাঙা এলাকায় এই ঘটনা শুক্রবার রাতে। সকালে ক্ষেতের এই অবস্থা দেখে কৃষক মাটিতে গড়িয়ে হাউ-মাউ করে কাঁদছিলেন। এক কানি জায়গায় গাছ লাগিয়ে ছিলেন।

গ্রামের মানুষের অভিযোগ, মিঠুন দাসকে রাতে ক্ষেতের দিকে যেতে দেখেছেন অন্তত দুইজন। “ মিঠুন সব সময়েই এমন করে থাকেন। অন্যদের জমি থেকে ফসল চুরি করেন। স্বভাবও ভাল না,” অভিযোগ । লাউ ক্ষেতের মালিকও মিঠুনকেই দায়ী করেছেন।

পুলিশ তাকে আটক করেছে।

মন্টু দাসের জমি। তার স্ত্রী’র কান্নায় ভারি হয়েছে বাতাস। “ স্বামী অসুস্থ। সারাদিন ক্ষেতেই পড়ে থাকি। আমাদের আর কিছু নেই। মানুষকে টাকা দিতে পারব না,” বলছিলেন তিনি।

 

করোনার অস্থির পরিস্থিতিতেও অস্বাভাবিক মৃত্যু, চুরি, রাজনৈতিক গোলমাল থেমে নেই ।

COMMENTS