ত্রিপুরা উপজাতি জেলা পরিষদ’র ভোটে লড়ছেন ১৫৭ জন, মোট আসন ২৮। মনোনয়ন তুলে নেয়ার শেষদিনে ২৪ জন মনোনয়ন তুলে নিয়েছেন।
বামফ্রন্টের ২৮ জন,বিজেপি-আইপিএফটি জোট থেকে আছেন ৩১ জন প্রার্থী, যদিও জোট তবে তিন আসনে দুই দলেরই প্রার্থী আছেন।
নির্বাচন ৬ এপ্রিল।
গতবছরেই নির্বাচিত পরিষদের মেয়াদ শেষ হয়েছে। তারপর দুইবার প্রশাসককে দায়িত্ব দেয়া হয়েছে।
সম্প্রতি ত্রিপুরা হাইকোর্ট ১৭ মে তারিখের মধ্যে ভোট করে ফেলার জন্য নির্দেশ দিয়েছে
COMMENTS