ভারতে একদিনে রেকর্ড কোভিড রোগী শনাক্ত। ত্রিপুরায় কিছু নিয়ম চালু।

ভারতে একদিনে রেকর্ড কোভিড রোগী শনাক্ত। ত্রিপুরায় কিছু নিয়ম চালু।ফাইল ছবি

একদিনের রেকর্ড! ভারতে একদিনে কোভিড আক্রান্ত শনাক্ত হওয়ার রেকর্ড হয়েছে।
১.১৫ লাখের বেশি রোগী পাওয়া গেছে
ভারতে করোনা অতিমারি শুরুর পর এক দিনে এত আর পাওয়া যায়নি।
গত বছর একদিনে ৯৭ হাজারের শনাক্ত হয়েছিল, সেটাই ছিল বহুদিন ধরে রেকর্ড।কয়েকদিন আগে প্রথমবার এক লাখ ছড়ায়।

ভারতে করোনা সংক্রমণের ক্ষেত্রে আগামী চার সপ্তাহ হবে খুবই বিপজ্জনক হতে পারে বলে সতর্ক করে দেয়া হয়েছে।

সবচেয়ে বাজে অবস্থা মহারাষ্ট্রের।

রাজধানী দিল্লিতে একদিনের রেকর্ড হয়েছে, ৫ হাজারের বেশি।

ভ্যাকসিন দেয়া চলছে, তেমনি মাস্ক পড়া, দূরত্ব রাখা,ইত্যাদি নিয়ম মেনে চলতে বলেছে দেশের সরকার।
ত্রিপুরায় ১৬-১৮ শতাংশ মানুষ ভ্যাকসিন নিয়েছেন।
ত্রিপুরায় গতকাল মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কোভিড পজিটিভ শনাক্ত হয়েছেন। হোম আইসোলেসনে আছেন, চারজন ডাক্তার নিয়ে চারটি টিম গঠন করা হয়েছে।
নতুন করে কিছু বিধি-নিষেধ জারি করা হয়েছে রাজ্যে।
পাব্লিক প্লেসে, হলে সভা করার ব্যাপারে কিছু নিয়ম করা হয়েছে। সরকারি অফিসে ঝুঁকিপূর্ণ কর্মচারীদের বেশি সাবধানে থাকতে বলা হয়েছে। স্যানিটাইজেসন করতে হবে। টয়লেটে স্যানিটাইজার-সাবান রাখতে বলা হয়েছে। জিম, ক্যাস, ইত্যাদি বন্ধ থাকবে। কুড়ি জনেত বেশি নিয়ে সভা নয়, ইত্যাদি।

COMMENTS