আসামের করিমগঞ্জে এক বিজেপি প্রার্থীর এক গাড়িতে পাওয়া গেছে বুথ ফেরত ইভিএম।
মানুষ কোনওভাবে টের পেয়েছেন সরকারি গাড়ি ছাড়া, পুলিশ ছাড়া এই গাড়িতে ইভিএম আসছে। গাড়ি আটকান তারা।
ইলেকসন কমিসন রাতাবাড়ি আসনের ১৪৯-ইন্দিরা এমভি স্কুল বুথে আবার ভোট নেবে। চারজন ভোট কর্মীকে সাসপেন্ড করা হয়েছে।
গাড়িড়ি ভাঙচুর হয়েছে। পুলিশ আকাশে তিনটি গুলি চালিয়েছে।
কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীও সরব হয়েছেন এই নিয়ে।
রাতাবাড়ির বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু পাল’র স্ত্রী মধুমিতা পালের নামে গাড়িটি।
জেলা প্রসাশন ব্যাখ্যা দিয়েছে, সেই বুথ থেকে ইভিএম নিয়ে আসার পথে গাড়ি খারাপ হয়। গাড়ি থেকে নেমে ভোট কর্মীরা তাদের উপরের লোকজনকে জানান। গাড়ির ব্যবস্থা করতে করতেই হাত দেখিয়ে একটি গাড়িতে উঠে পরেন তারা।
সঙ্গের পুলিশ সেই গাড়ির সাথে ছিলেন না, তার ব্যাখ্যা দেয়া হয়েছে, ট্রাফিকজ্যাম ও বৃষ্টির জন্য পুলিশ এসকর্ট এবং যে গাড়িটি নষ্ট হয়ে যায়, তারা আলাদা হয়ে পড়েছিল।
ইভিএমকে পাহারা দেয়া গাড়িই তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। গাড়ি যখন নষ্ট হল, ঠিক তখনই রাত সাড়ে নয়টার পর বিজেপি প্রার্থীর খালি গাড়ি সেদিক দিয়ে আসছিল।ফার্স্ট পোলিং অফিসার আবার সেই গাড়িতে নেই। গাড়ি নষ্ট হওয়ার পর সেক্টর অফিসারকে জানানো হয়েছে, তারপরেও পুলিশ এসকর্ট জানতে পারল না ইভিএম গাড়ি তাদের সাথে নেই। ইভিএম আছে বলে হাত দেখিয়ে গাড়ি থামানো হল, যদিও বদলি গাড়ির ব্যবস্থা হচ্ছে বলে জানানো হল তাদের, আবার যদি সেই অপেক্ষা না করে ইভিএম পাঠিয়ে দেয়ার তাড়া ছিল, পুলিশের গাড়িতে কেন ওঠা গেল না।
এইসব জবাব কোথাও পাওয়া যায়নি।
বিজেপি হেরে যাবে আসামে, এই ভয়েই কারচুপির চেষ্টা বলে অভিযোগ।
করিমগঞ্জের এক সাধারণ ভোটারের সাথে কথা বলার সময় হেসে হেসে বললেন, এক ইভিএম ধরা পড়েছে, কত ইভিএম পাল্টে গেছে!
COMMENTS