মাস্ক না পরলে ফাইন নেয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীও মাস্ক ছাড়াই পাব্লিক প্লেসে।

মাস্ক না পরলে ফাইন নিচ্ছে প্রশাসন।

কেন্দ্রীয় সরকার নতুন করে গাইডলাইন দিয়েছে, ত্রিপুরা সরকারও তা মানার সিদ্ধান্ত নিয়েছে। সেই মতই ফাইন।
মাস্কের ফাইনে লাখ লাখ টাকা জমেছিল গতবছর সরকারের ঘরে।
পর পর দু’দিন এই নির্দেশ জানিয়েছে সরকার।

মাস্ক না পরলে ফাইন নেয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীও মাস্ক ছাড়াই পাব্লিক প্লেসে।

ফাইন আদায় বা কড়াকড়ি সম্ভবত সাধারণ মানুষের জন্যই৷ মন্ত্রী-বিধায়করা এই নির্দেশ মানছেন না।
নির্দেশ জারি হবার পরেও মুখ্যমন্ত্রীসহ অন্য বিধায়কদের মাস্ক ছাড়াই পাব্লিক প্লেসে দেখা গেছে।
বিজেপি’র বিধায়ক দীলিপ সরকারের মারা যাওয়ার দুই বছর নিয়ে হওয়া সভায় মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, বিধায়ক মিমি মজুমদার, মাস্ক ছাড়াই ছিলেন।
মুখ্যমন্ত্রী আজও মাস্ক৷ ছাড়াই ঘুরছেন, তার ফেসবুক পেজে ছবিও আছে।

COMMENTS