ত্রিপুরায় কোভিড-উনিশ আক্রান্তের সংখ্যা বেড়ে এখন ১৬৯। গতকাল রাতেও নতুন দুজন সংক্রমিত বলে জানাগেছে। মুখ্যমন্ত্রীই তার সামাজিক মাধ্যমে এ তথ্য দিয়েছিলেন। এ দুজনও বিএসএফ জওয়ান। ধলাই জেলার আমবাসাতে থাকা ৮৬ নম্বর ব্যাটালিয়নের। এই দুই বিএসএফ জওয়ানকে আজ দুপুরে আগরতলায় আনা হয়েছে। ভগত সিং যুব আবাসের কোভিড হেলথ সেন্তারে তাদের চিকিৎসা হচ্ছে।
ত্রিপুরায় কোভিড-উনিশ আক্রান্তের সংখ্যা বেড়ে এখন ১৬৯। গতকাল রাতেও নতুন দুজন সংক্রমিত বলে জানাগেছে। মুখ্যমন্ত্রীই তার সামাজিক মাধ্যমে এ তথ্য দিয়েছিলেন। এ দুজনও বিএসএফ জওয়ান। ধলাই জেলার আমবাসাতে থাকা ৮৬ নম্বর ব্যাটালিয়নের। এই দুই বিএসএফ জওয়ানকে আজ দুপুরে আগরতলায় আনা হয়েছে। ভগত সিং যুব আবাসের কোভিড হেলথ সেন্তারে তাদের চিকিৎসা হচ্ছে।
COMMENTS