আরও ৪৯ !

  ত্রিপুরায় আরও উনপঞ্চাশ জনকে পাওয়া গেছে কোভিড-ওয়ান নাইন পজিটিভ। আজ দুপুরে নতুন উনপঞ্চাশ জনের কথা জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন যাদের পাওয়া গেছে করোনা আক্রান হিসেবে তাদের অনেকের ট্র্যাভেল হিস্ট্রি আছে। সব মিলিয়ে এখন ত্রিপুরায় আক্রান্তের সংখ্যা পাঁচশ কুড়ি। গতকাল বেড়েছিল আটচল্লিশ জন। তার আগের দিন  বেড়েছিল একশ সাত  জন।

 

ত্রিপুরায় আরও উনপঞ্চাশ জনকে পাওয়া গেছে কোভিড-ওয়ান নাইন পজিটিভ।

আজ দুপুরে নতুন উনপঞ্চাশ জনের কথা জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

এদিন যাদের পাওয়া গেছে করোনা আক্রান হিসেবে তাদের অনেকের ট্র্যাভেল হিস্ট্রি আছে।

সব মিলিয়ে এখন ত্রিপুরায় আক্রান্তের সংখ্যা পাঁচশ কুড়ি।

গতকাল বেড়েছিল আটচল্লিশ জন।

তার আগের দিন  বেড়েছিল একশ সাত  জন।

COMMENTS