স্কুল কলেজ কবে খুলবে ত্রিপুরায়? কবে হবে বিভিন্ন এন্ট্রান্স ? এসব নিয়ে আজ দুপুরে আগরতলার শিক্ষা ভবনে হয়েছে বৈঠক। সেখানে সিদ্ধান্ত হয়েছে, ত্রিপুরার স্কুল কলেজ এখনই খুলছেনা। কেন্দ্রীয় সরকার এবং স্বাস্থ্য মন্ত্রকের অনুমতি মিললেই খোলা হবে এসব প্রতিষ্ঠান। ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে বলা হয়েছে প্রস্তুতি নিয়ে রাখতে হবে। সর্বভারতীয় স্তরে যখন নীট হবে, তার আগে পরে রাজ্যে জয়েন্ট এন্ত্রাস নেবার জন্য। কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষার খেত্রেও ধীরে চলো নীতি নেয়া হয়েছে। অন্য রাজ্যে কি হয় বা কেন্দ্র থেকে কি সিদ্ধান্ত নেয়া হয় তার দিকে লক্ষ্য রেখেই সিদ্ধান্ত নেয়া হবে ত্রিপুরায়। কিন্তু রাজ্যে ১৫ আগস্টের মধ্যে কলেজের ইন্টারনেল এসেসমেন্ট শেষ করতে বলা হয়েছে। জানিয়েছেন শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ।
Newer Post
জালনোট তৈরি হচ্ছে বিশালগড়ে?Older Post
সুদীপ রায় বর্মনকে ঝেড়ে ফেলতে চাইছে বিজেপি?
COMMENTS