ভগৎ সিং যুব আবাসে যে কোভিড কেয়ার সেন্টার রয়েছে তাকে আরও ভালোভাবে চালানোর জন্য বলল অল ত্রিপুরা গভরমেন্ট ডক্টরস্ এসোসিয়েসন (এটিজিডিএ), জিবিপি হাসপাতালের মেডিক্যাল সুপার ডাঃ দেবাশিস রায়ের কাছে এই দাবি রাখা হয়েছে।
“এখন পর্যন্ত রাজ্যের বারো জন ডাক্তার করোনায় আক্রান্ত। অনেক নার্স আক্রান্ত। তাদের ভগৎ সিং যুব আবাসের কোভিড কেয়ার সেন্টারে রেখে চিকিৎসা চলছে। স্বাস্থ্যকর্মীরা করোনা যুদ্ধে প্রথম সারির সৈনিক,” বলেছেন এটিজিডিএ সাধারণ সম্পাদক।
তাদের চিকিৎসার জন্য আলাদা রুমের ব্যবস্থার দাবি, কোভিড কেয়ার সেন্টারের জন্য আলাদা ইনচার্জ দেবার কথাও বলা হয়েছে।
COMMENTS