বিজেপি বিধায়ক রামপদ জমাতিয়া কোভিডে আক্রান্ত

বিজেপি বিধায়ক রামপদ জমাতিয়া কোভিডে আক্রান্ত

ত্রিপুরার বিজেপি বিধায়ক রামপদ জমাতিয়া কোভিডে আক্রান্ত। তার স্ত্রীও টেস্টে পজিটিভ। পজিটিভ তার সাথে থাকা দুই সরকারি কর্মচারী, উনার নিরাপত্তায় থাকা পুলিশ কর্মী।

তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রামপদ জমাতিয়া গোমতী জেলার বাগমা এলাকার বিধায়ক। তিনি ত্রিপুরা প্রদেশ বিজেপি’র রাজ্য নেতৃত্বের মধ্যেই আছেন, সহ সভাপতি।

ত্রিপুরায় এই প্রথম কোনও বিধায়ক করোনায় আক্রান্ত হলেন।

রামপদ জমাতিয়া কোভিড রোগী বলে শনাক্ত হওয়ার খবর দুপুরেরই জানা গেছে।

রামপদ জমাতিয়া গত নির্বাচনে প্রথমবার বিধায়ক হয়েছেন।

 

মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সামাজিক মাধ্যমে জানিয়েছেন, বিশেষজ্ঞ ডাক্তারদের একটি দল তাদের চিকিৎসা করছেন।

preload imagepreload image