ত্রিপুরায় কোভিডে মৃত্যু আরও পাঁচ জনের, বাড়ছে পজিটিভিটি

ত্রিপুরায় কোভিডে মৃত্যু আরও পাঁচ জনের, বাড়ছে পজিটিভিটি

একদিনে ত্রিপুরায় কোভিডে মৃত্যু হয়েছে আরও পাঁচ জনের। মৃত্যু সংখ্যা বেড়ে এখন ৮৩।
দুইদিনে মৃত্যু হয়েছে দশ জনের।
সোমবার মৃত্যু সংখ্যা ছিল ৭৮। তার আগের দিন ছিল ৭৩।
উত্তরপূর্ব ভারতে ত্রিপুরা কোভিডে মৃত্যুর হারে সবার আগে। গত এক সপ্তাহ ধরে পজিটিভিটি রেট নয়-দশ শতাংশ।

আগস্ট মাসের ২৫ দিনে মারা গেছেন ৫৯ জন। গড়ে প্রতিদিন দুজনের বেশি। বাড়ছে মৃত্যুর হারও। গতকাল মৃত্যুর হার ছিল ০.৮৮ শতাংশ। আজ তা বেড়ে হয়েছে ০.৯০ শতাংশ।
মঙ্গলবার সন্ধ্যায় স্বাস্থ্য দপ্তর থেকে যে বুলেটিন দেয়া হয়েছে তাতেই মিলেছে এ তথ্য।
অন্যদিনের মতোই স্বাস্থ্য দপ্তরের কোভিড বুলেটিনে মৃতদের কোন্ জেলার, ইত্যাদি কিছুই জানানো হয়নি।
একজনের বাড়ি খোয়াই জেলার তেলিয়ামুড়ায় । ১৮ আগস্ট কোভিড ধরা পড়ে। বাড়িতে রেখেই চিকিৎসা চলছিল। আজ আগরতলার জিবিপি হাসপাতালে আনার কথা ছিল। দুপুরে বাড়িতেই মারা যান। আগরতলার বটতলা শ্মশানে তার শেষকৃত্য হয়। বয়স হয়েছিল ৭২, স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে।
বুলেটিন অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত রাজ্যে পজিটিভ রোগী মিলেছে ৯২১৩ জন। সোমবার আক্রান্ত হয়েছেন ২৯৩ জন। বাড়ছে পজিটিভিটির হারও। এখন রাজ্যে পিজিটিভিটির হার ৩.৭০ শতাংশ। গতকাল ছিল ৩.৬৫ শতাংশ।
৬৫৭৪ জন সুস্থ হয়ে উঠেছেন এখন পর্যন্ত, এক্টিভ রোগীর সংখ্যা ২৫৩৪।

COMMENTS