মাথায় বিজেপি’র পতাকা নিয়ে আত্মঘাতী রতন!

আত্মঘাতী বছর সাত চল্লিশের এক পুরুষ, রতন ধূপি। রাবার বাগানে ফাঁসি দিয়েছেন, মাথায় তখনও বাঁধা বিজেপি’র পতাকা।
দক্ষিণ ত্রিপুরার ঋষ্যমুখের উত্তর সোনাইছড়ি পঞ্চায়েত এলাকায় এই ঘটনা সোমবারে।
তার স্ত্রী আলোরানি ধূপি বিলোনিয়া থানায় তিনজনের নামে অভিযোগ করেছেন, স্বামীর আত্মঘাতীর হওয়ার জন্য।
পঞ্চায়েত সদস্য দিবাকর আচার্য’র বাড়িতে গিয়েছিলেন রতন। সেখানে কথা কাটাকাটি হয়। তাকে মারধোর করা হয়। দিবাকরের ভাই
প্রাণকৃষ্ণ আচার্য, এবং জীবন দেবনাথ, কালু দে বাড়িতে এসেও তাকে স্ত্রী, সন্তানের সামনে মারধোর করেছেন। স্বদলীয়দের হাতে মার খেয়ে অপমানে আত্মঘাতী হয়েছেন রতন। অভিযোগ।
প্রাণকৃষ্ণ, জীবন এবং কালু’র বিরুদ্ধে মামলা করেছেন আলোরানি।

COMMENTS