পঞ্চান্ন বছরের একজন ধর্ষিতা ত্রিপুরায়

পঞ্চান্ন বছরের একজন ধর্ষিতা ত্রিপুরায়

পঞ্চান্ন বছরের একজন ধর্ষণের শিকার ত্রিপুরায়। দেড় সপ্তাহ আগের ঘটনা। লক্ষী পূজার রাতে অসুস্থ মহিলা ঘরে ছিলেন, স্বামী ছিলেন না। প্রথমে লোকলজ্জার ভয়ে কিছু জানাননি। শরীরের অবস্থা খারাপ হতে থাকলে তিনি স্বামীকে বলেন। অভিযোগ এই।

এলাকার মানুষকে জানালে, অভিযুক্ত সমীর দাসকে মিটিঙে ডাকা হয়। সমীর দাস প্রথমে সব কিছুই অস্বীকার করেন, পরে পালাতে চেষ্টা করেন। তাকে আটকে, পুলিশের কাছে দেয়া হয়েছে।

সিপাহীজলা জেলায় এই ঘটনা।

উত্তর ত্রিপুরায় অষ্টমী দুর্গাপূজার রাতে ৯০ বছরের একজন ধর্ষিতা হয়েছেন। দুই সপ্তাহ পেরিয়ে গেলেও গ্রেফতার নেই।

নারীদের বিরুদ্ধে অপরাধ প্রায় প্রতিদিনের ব্যাপার।
আগে ত্রিপুরা পুলিশের ওয়েবসাইটে নারীদের বিরুদ্ধে অপরাধের তালিকা আলাদা করে দেয়া থাকত, এখন নেই।

preload imagepreload image