স্বাস্থ্যসচিব চাকরির প্রতিশ্রুতি দিলেন না, বেকার ডাক্তারদের চেম্বার খোলার পরামর্শ দিলেন

ত্রিপুরায় নতুন এমবিবিএস ডাক্তাররা চাকরি পাচ্ছেন না। মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চেয়ে সময় পাননি।
স্বাস্থ্যসচিবের সাথে দেখা করেছেন ১২ তারিখ।
স্বাস্থ্যসচিব জে কে সিনহা তাদের বলেছেন, তারা যেন প্রাইভেট চেম্বার খুলে বসেন, কিংবা নার্সিংহোমে চেষ্টা করেন।
বেকার ডাক্তাররা প্রেস রিলজ দিয়ে এই দাবি করেছেন।
তারা তিনি দাবি রেখেছিলেন, নিয়মিত ডাক্তার নিয়োগের ব্যবস্থা করা, গত দুই বছরে তা হয়নি, পাব্লিক সার্ভিস কমিসন দিয়ে নিয়োগের প্রক্রিয়া দীর্ঘ, আপাতত যেন এড-হক ভিত্তিতে নিয়োগ করা হয়। আর তিন নম্বর দাবি ছিল, সরকারের ডাকে সাড়া দিয়ে যে বেকার ডাক্তাররা কোভিড ডিউটি করেছেন, তাদের শংসাপত্র দেয়া।

ত্রিপুরায় সরকারী ডাক্তাদের সংগঠন এটিজিডিএ বারে বারেই নতুন ডাক্তারের নিয়োগের দাবি জানিয়ে আসছে। অনেক ডাক্তারের পদ খালিও পড়ে আছে।
মুখ্যমন্ত্রী কিছুদিন আগে জিবিপি হাসপাতালে ডাক্তারদের সাথে মিটিঙে বলেছিলেন যে বেকার যারা কোভিড ডিউটি করেছেন, তাদের সার্টিফিকেট দেয়া হবে, চাকরির পরীক্ষায় সেজন্য নম্বরও দেয়া হবে। সেই সভাতেই এটিজিডিএ বলেছিল, এই ডাক্তাররা নিয়মিত বেতন পাননি।

COMMENTS