উদয়পুরেই আবার আক্রান্ত সংবাদমাধ্যম

উদয়পুরে পত্রিকার প্যাকেট পোড়ানো হল দিন দশেক হল, ত্রিপুরার গোমতী জেলা সদর উদয়পুরে গত রাতে আক্রান্ত হল, ‘জি ত্রিপুরা’ চ্যানেল।

জামজুড়ি এলাকার কিছু দুস্কৃতীকারীদের এই কাজ, এবং তারা শাসক দল আশ্রিত বলে অভিযোগ।
নিউজ বুলেটিন চলাকালেই অফিসের সামনে তাণ্ডব চলে। চ্যানেলের এমডি এবং মালিক, সুজিত সাহা এবং পরিমল সাহাকে শারীরিক হেনস্তাও করা হয়।

গত আড়াই বছরে ডেইলি দেশের কথা পত্রিকাকে আক্রমণ দিয়ে শুরু হয়েছে এই ধারা। দেশের কথা পত্রিকা ডিএম বন্ধ করে দিতে চেয়েছিলেন, হাইকোর্টের রায়ে তা চালু হয়েছে। হাউকোর্ট ডিএমকে ‘স্বঘোষিত অভিভাবক’ বলে কটাক্ষও করেছে। দেশের কথা পত্রিকার প্যাকেট পোড়ানো হয়েছে, চাপ দিয়ে গাড়িকে এই পত্রিকা নিতে না করা হয়েছে, হকার-সাংবাদিক আক্রান্ত হয়েছেন। এই কাগজ প্রেস কাউন্সিল’র কাছেও নালিশ জানিয়েছে।
দৈনিক সংবাদ’র বিরুদ্ধে শাসকদকীয়রা মিছিল করেছে বিশালগড়ে।
আকাশ ত্রিপুরা এবং দিনরাত নামে দুইটি চ্যানেলকে ক্যাবল নেটওয়ার্ক থেকে কায়দা করে সরিয়ে দেয়া হয়েছে।

কিছুদিন আগে মুখ্যমন্ত্রী একটি সরকারি অনুষ্ঠানে সংবাদমাধ্যমকে মাফ না করার হুমকি দিয়েছেন। সাংবাদিকরা তার বিরুদ্ধে পথে নেমেছেন।
গত কিছুদিনে বেশ কিছু সাংবাদিক আক্রান্ত হয়েছেন। কোভিড কেন্দ্র থেকে যেদিন বাড়ি ফিরেছেন, সেদিনই রক্তাক্ত হয়েছেন একজন।
বিষয় প্রধানমন্ত্রীকেও জানানো হয়েছে, কিছু হয়েছে বলে জানা যায়নি।

COMMENTS