বিএসএফ-বিজিবি বর্ডার কো-অর্ডিনেসন কনফারেন্স হচ্ছে আগরতলায় । আজ থেকে শুরু হচ্ছে, চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। আগরতলা চেক পোস্ট দিয়ে বাংলাদেশ থেকে ছয় জনের প্রতিনিধি এসেছেন, বিজিবি’র অ্যাডিসনাল ডিরেক্টর খন্দকার ফরিদ হাসান’র নেতৃত্বে। আছেন, বাংলাদেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রক’র প্রতিনিধিরা। ত্রিপুরা ফ্রন্টিয়ারের বিএসএফ ইন্সপেক্টর জেনারেল সুশান্ত কুমার নাথ’র নেতৃত্বে আছেন ভারতীয় প্রতিনিধি দল। মেঘালয়, মিজোরাম-কাছাড়’র আইজিরাও আছেন। আগরতলায় ২০১৮ সালে এই রকম কনফারেন্স হয়েছিল।
COMMENTS