রাস্তায় আরও দেহ

তেলিয়ামুড়া মহকুমার মহারানীপুরের রাস্তায় একজনের দেহ উদ্ধার হয়েছে। ময়নাতদন্তের পর দেহ পরিজনের হাতে তুলে দেয়া হয়েছে। সকালে মোহনপুর মহকুমায় রাস্তায় একজনের দেহ পড়ে ছিল। তেলিয়ামুড়ায় পাওয়া ব্যক্তি সুজিত দাস, কুমারঘাট থেকে আত্মীয়ের বাড়ি এসেছিলেন।

তেলিয়ামুড়া মহকুমার মহারানীপুরের রাস্তায় একজনের দেহ উদ্ধার হয়েছে। ময়নাতদন্তের পর দেহ পরিজনের হাতে তুলে দেয়া হয়েছে।
সকালে মোহনপুর মহকুমায় রাস্তায় একজনের দেহ পড়ে ছিল।
তেলিয়ামুড়ায় পাওয়া ব্যক্তি সুজিত দাস, কুমারঘাট থেকে আত্মীয়ের বাড়ি এসেছিলেন।

COMMENTS