“দেশের ধনী এক শতাংশ মানুষ থেকে এক-দুই শতাংশ কর আদায় করলেই, দেশের সবার খাওয়া,স্বাস্থ্য,শিক্ষা, কাজ নিশ্চিত করা যায়।”

“দেশের ধনী এক শতাংশ মানুষ থেকে এক-দুই শতাংশ কর আদায় করলেই, দেশের সবার খাওয়া,স্বাস্থ্য,শিক্ষা, কাজ নিশ্চিত করা যায়।”
বললেন অর্থনীতিবিদ প্রফেসর প্রভাত পট্টনায়ক।
” ভারতের এইবারের বাজেটে বিশেষ কিছু নেই, যাতে বেকারত্ব কমে। বরঞ্চ বেকারত্ব আরও বাড়বে। বেসরকারি পুঁজি বিনিয়োগের সম্ভবানা নেই। সাংঘাতিক গতিতে হলে, আমরা দুই বছর আগে যেখানে ছিলাম, অর্থনৈতিক অবস্থা সেখানে যাবে। তার বেশি কিছু হবে না।”
” রাষ্ট্রায়াত্ত সংস্থা বেচে দেয়া অর্থনীতিতে কোনও স্থান নেই। রাবিস, একেবারেই রাবিস ব্যাপার। কোনও অর্থনীতিবিদই তার পক্ষে কথা বলতে পারেন না।”
মনে করেন প্রফেসর।
________________________________________________________________________________________
প্রফেসর পট্টনায়ক কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে, জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন।অর্থনীতির রাজনৈতিক ভাষ্যে পরিচিত এই শিক্ষক অসংখ্য দেশীয়-আন্তর্জাতিক পত্র-পত্রিকায় নিয়মিত লিখে চলেছেন বহু বছর ধরে।
তার বেশ কিছু বই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মত বিভিন্ন বিখ্যাত বিশ্ববিদ্যালয় প্রকাশ করেছে।

COMMENTS