জেএনইউ’র ভিসির পদত্যাগ চাইলেন যোশী

দেশের অন্যতম উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান জে এন ইউ নিয়ে কেন্দ্র সরকার যখন অস্বস্তিতে , ঠিক তখনই ভিসিকে অপসারণ করা উচিৎ বলে মতামত জানালেন প্রাক্তন কেন্দ্রীয় মানবসম্পদ মন্ত্রী তথা বর্ষীয়ান বি জে পি নেতা মুরলী মনোহর যোশী। জে এন ইউ’র ছাত্র বিক্ষোভ দমনে কেন্দ্রীয় সরকারের ভূমিকা গত বেশ কিছু দিন ধরেই সমালোচিত হচ্ছে। বামপন্থী ছাত্র সংগঠনের দখলে দেশের এই অন্যতম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিল। ২০১৪ তে নরেন্দ্র মোদী নেতৃত্বে বি জে পি সরকার ক্ষমতায় আসার পর থেকেই এই বিশ্ববিদ্যালয়ে এ বি ভি পি ( বি জে পি মতাদর্শের ছাত্র সংগঠন ) নিজেদের প্রভাব বিস্তার করতে সচেষ্ট হয়ে ওঠে। সাফল্য এখনো অধরা। এদিকে গত কয়েক মাস ধরেই জে এন এস ইউ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিভিন্ন ক্ষেত্রে ফি বৃদ্ধি নিয়ে প্রতিবাদ জানিয়ে আসছিল । বিষয়টি দেশের রাজনীতিতেও বিশেষ প্রভাব ফেলতে সক্ষম হয় । মাত্র কিছুদিন আগেই বেশ কিছু বহিরাগত পুলিশের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ে ঢুকে ছাত্র ছাত্রীদের মারধোর করে। গুরুতর আহত হন জে এন এস ইউ এর সভাপতি ঐশী ঘোষ সহ অনেকে । জে এন এস ইউ ছাত্র ছাত্রীদের সমস্যা সমাধানে ব্যর্থ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের পদত্যাগ দাবী করে । প্রতিদিনই সামাজিক মাধ্যমে কেন্দ্রীয় সরকার এবং ভিসি বিভিন্ন ভাবে সমালোচিত হচ্ছেন । এইরকম সময়ে বর্ষীয়ান বি জে পি নেতা মুরলী মনোহর যোশী নিজের টুইট্যার একাউন্ট থেকে লিখিত বিবৃতি দিয়ে ভিসির ভূমিকা নিয়ে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন ।

COMMENTS