নিউজিল্যান্ড সফর থেকে কি ভারতীয় দলের নির্ভর যোগ্য পেসার মহম্মদ শামি ফেরত আসছেন ? সম্ভাবনা এরকমই তৈরি হয়েছে ।
বধূ নির্যাতনে অনেক আগেই অভিযুক্ত হয়েছিলেন মহম্মদ শামি ।
মামলা আদালতে বিচারাধীন ।কোলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ আগামী চৌদ্দ দিনের মধ্যে শামিকে সশরীরে আদালতে উপস্থিত হবার নির্দেশ দিয়েছে। নির্দেশ মোতাবেক শামির প্রতি নোটিশ জারি হয়েছে।
এই মামলা শুরু হয়েছিল ২০১৮ সালে। নির্যাতনের অভিযোগ আনেন শামির স্ত্রী হাসিন জাহান ।আই পি সি’র ৪৯৮(ক) ধারায় মামলা শুরু হয়। আটক হতে হয় শামিকে ।
ইতিমধ্যে মামলার চার্জ শিট জমা পড়েছে। গত বছরের ২ সেপ্টেম্বরে আলিপুর আদালত শামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
আলিপুর জর্জ কোর্টে এই নির্দেশের বিরুদ্ধে শামি মামলা করেন। আদালত নিম্ন আদালতের আদেশের ওপর স্থগিতাদেশ জারি করে।
এই স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে শামির স্ত্রী হাইকোর্টে মামলা করেন ।
শুনানি শেষে শামিকে চৌদ্দ দিনের মধ্যে সশরীরে আদালতে উপস্থিত হতে নির্দেশ দিল কোলকাতা হাই কোর্ট।
COMMENTS