সংবিধান বাঁচাও , দেশ বাঁচাও– কংগ্রেসের সেমিনার

সংবিধান বাঁচাও , দেশ বাঁচাও এই বিষয়ের ওপর আয়োজিত হল সেমিনার।

আয়োজক ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির এস সি ডিপার্টমেন্ট।

ত্রিপুরার রাজধানী শহর আগতলায় এই  সেমিনারে মূল আলোচনা করেন কংগ্রেস নেতা অক্ষয় কুমার মৌর্য।

ন্যাশনাল কোঅর্ডিনেটর মৌর্য কেন্দ্রের বিজেপি সরকারের বিভিন্ন সিদ্ধান্তের বিরোধিতার প্রশ্নে কংগ্রেসের অবস্থান স্পষ্ট করেছেন। বিজেপি ও আরএসএস’র নীতি সংরক্ষণ বিরোধী বলে তিনি উল্লেখ করেন। সমালোচনা করেন সিটিজেনশিপ এমেন্ডমেন্ট অ্যাক্টেরও। বিজেপি সরকার যাদের ভোটে জিতেছে তাদের নাগরিকত্ব নিয়েই প্রশ্ন তুলেছে।এটা দ্বিচারিতা। বলেছেন মৌর্য।

ত্রিপুরা প্রদেশ  কংগ্রেস নেতা সুবল ভৌমিক , প্রদেশ কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি পীযুষ বিশ্বাসও সি এ এ , এন পি আর , এন আর সি’র বিরোধিতায় মতামত দিয়েছেন।

সম্প্রতি সুপ্রীম কোর্ট ,  সংরক্ষণ কোনও মৌলিক অধিকার নয় বলে রায় দিয়েছে।

এই বিষয়গুলো এস সি , এস টি, ওবিসি সম্প্রদায়ের মানুষের ওপর একধরনের আঘাত বলেও কংগ্রেস নেতারা মনে করেন।

১৪ ফেব্রুয়ারি সি এ এ  এবং  সংরক্ষণ তুলে দেয়ার চেষ্টার  বিরুদ্ধে কংগ্রেস প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে।

 

সংবিধান রক্ষার শপথে আগরতলায় তিন কিলোমিটার লম্বা মানব বন্ধন

COMMENTS