পরাজয়ে বিজেপি’র মনোবল ভাঙে না

I

মোট আসন -৭০। আপ – ৬২। বিজেপি-০৮। দিল্লী বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফলে বিজেপি গতবারের মত এক সংখ্যাতেই আটকে গেল ।

এই পরাজয়েবিজেপির মত দলের মনোবল মোটেও ভাঙছে না। দলের দাবি এরকমই।

দিল্লী বিধানসভা নির্বাচনে আটটি আসন নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে বিজেপিকে। গত বিধানসভায় দলের আসন সংখ্যা ছিল তিন।

আজ সকাল আটটায় গণনা শুরু হবার ঘন্টা দুয়েকের মধ্যেই প্রায় নিশ্চিত হয়ে যায় আপই তৃতীয়বারের মত ক্ষমতায় আসছে।

বিজেপির দিল্লী সভাপতি মনোজ তিওয়ারি নিশ্চিত পরাজয় বুঝতে পেরেও জয়ের ব্যাপারে আশা ব্যক্ত করে গেছেন প্রায় দুপুর পর্যন্ত।

অভিনেতা , গায়ক , রাজনীতিবিদ তিওয়ারি কিছুদিন আগেই বলেছিলেন এক্সিট পোলের ফলাফল মিথ্যে হবে। বিজেপি ৪৮ টি আসন পাবেই। আজ একসমও এমনও বলেছিলেন ৫৫ টি আসনও পেতে পারে তার দল। কীভাবে ? সেলফ স্টাইল বিজেপি সাংসদের উত্তর ছিল ‘সিক্সথ সেন্স’ ।

দলীয় ভাবে গণনা শুরু হবার কিছুক্ষণের মধ্যেই বিজেপি বুঝে যায় ফলাফলের গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে। বিভিন্ন দলীয় অফিস গুলোতে সমর্থকদের খুঁজেই পাওয়া যায় নি।

এরই মাঝে বিজেপি’র দিল্লী অফিসে একটি পোস্টার নিয়ে বেশ আলোচনা শুরু হয়। যদিও বিজেপির দাবি এটা পুরনো পোস্টার। দলের ফলাফলের সাথে এর কোন সম্পর্ক নেই।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের ছবি সহ হিন্দীতে লেখা পোস্টারের বক্তব্য খুব তাৎপর্যপূর্ণ। পোস্টারে লেখা ছিল , ” জয়ে বিজেপি অহংকারী হয়ে ওঠে না , তেমনি পরাজয়ে মনোবলও ভাঙে না”। এই পোস্টারের ছবি সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়ে। পুরনো পোস্টার , ফলাফলের সাথে সঙ্গতিপূর্ণ না , এই দাবিতেই অনড় থেকেছে বিজেপি নেতৃত্ব।

COMMENTS