ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদে ১১০০ কোটির বাজেট

ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদে ১১০০ কোটির বাজেট

এগারশ’ কোটি টাকার বাজেট পরের  বছরের জন্য  নিয়েছে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ। মুখ্য কার্যনির্বাহী  রাধা চরণ দেববর্মা বাজেট প্রস্তাব পেশ করেছিলেন। আগের বাজেট থেকে এবার বেড়েছে দশ শতাংশ। পরিকল্পনায়, মানে নতুন কাজের জন্য, তিনশ’ কোটি।

জুমিয়া পুনর্বাসন, টংঘরে যারা থাকেন তাদের জন্য পাকা ঘর তৈরি, হেরিটেজ ভিলেজ তৈরি, শিক্ষা বিশেষ গুরুত্ব পাবে।

জেলা পরিষদে, এই পরিচলনায় এটাই শেষ বছর। ভোট এগিয়ে আসছে।

 

  • এডিসির ১৮ এলাকাকে  দেয়া হবে শহরের আদল
  • এডিসি এলাকাতে শিল্প গড়তে ১ লাখ থেকে ১ কোটি টাকা পর্যন্ত ঋণ দেয়া হবে,  ভর্তুকি মিলবে ৩৬ থেকে ২৫ শতাংশ।
  • ২০০ জন বেকারকে দেয়া হবে অটো এবং অটোট্রাক নিখরচায়
  • আগরতলায় ছয়তলার এডিসি ভবন গড়া হবে
  • খুমুলুঙে হবে ২০০ শয্যার যুব ভবন
  • বিএড করা ছাত্রছাত্রীদের এক লাখ টাকার অনুদান
  • ২৫টি হস্টেল ১০টি স্কুলে ডিজিট্যাল স্মার্ট ক্লাশ চালু
  • ৫ হাজার কৃষক পরিবারকে ১০ হাজার টাকা করে সাহায্য
  • উপজাতি জনগোষ্ঠীর ভাষা সাহিত্য শিল্প সংস্কৃতি বিকাশের জন্য ৫টি হেরিটেজ ভিলেজ

•             খুমুলুঙে খেরেংবার হাসপাতালে ১০০ আসনের প্রসূতি এবং ১০০ আসনের শিশু বিভাগ

COMMENTS