বিস্ফোরণের নাম মনিশঙ্কর। ৭৯ বলে ২১৭।

৭৯ বলে ২১৭ ! অবিশ্বাস্য !
এটাই করে দেখিয়েছেন মনিশঙ্কর মুড়াসিং। গতকাল এমবিবি মাঠে।
ত্রিপুরার মনিশঙ্কর।
ত্রিপুরার ক্লাব ক্রিকেটে এমন মারকাটারি ব্যাটিং শেষ কবে শোনা গেছে বলতে পারছেন না অনেকেই।
মাত্র ৭৯ বলে করেন ২১৭ রান। ২১৭-এর মধ্যে ২৩টি ছয়। ১৫টি চার। শুধু বাউন্ডারি থেকে করেছেন ১৯৮ রান।
তার মধ্যে ৪৬ বলে করেন সেঞ্চুরি। ডাবল সেঞ্চুরি করেন ৭৫ বলে।
ত্রিপুরার ক্লাব ক্রিকেটে কসমোপলিটনের হয়ে খেলেন মনিশঙ্কর। গতকাল সুপার ডিভিশনের ফিরতি লীগে কসমোপলিটন মুখোমুখি হয়েছিল হার্ভের।
মনিশঙ্করের এমন ব্যাটিং তাণ্ডবের কারনেই কসমোপলিটনের রান গিয়ে দাঁড়ায় ৫০ ওভারে ছয় উইকেটে ৪৪৭। জবাব দিতে নেমে হার্ভের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১১৫ রানে। ৩৩২ রানে জেতে কসমোপলিটন।
মনিশঙ্কর ত্রিপুরার পরিচিত অলরাউন্ডার। মিডিয়াম পেস বোলিং করেন। চলতি বছর রঞ্জি ট্রফিতে দেশের প্রথম চারজন উইকেট শিকারিদের মধ্যে ত্রিপুরার মনিশঙ্কর একজন। পেয়েছেন ৪৯ উইকেট। সঙ্গে করেছেন ৫৯৮ রান।
২০০৯ সালে রঞ্জি ট্রফিতে ত্রিপুরার হয়ে প্রথম অভিষেক। গত এগার বছর ধরে ত্রিপুরা রঞ্জি টিমের সদস্য। এবং ত্রিপুরা ক্রিকেটের অন্যতম ব্র্যান্ড এম্বাসেডারও এই মনিশঙ্কর-ই।

আগরতলা, ত্রিপুরা

COMMENTS