হাসপাতালে ভর্তি রোগীর সাথে অভব্যতা। পুলিশে নালিশ আত্মীয়ের বিরুদ্ধে।

ত্রিপুরার মধুপুর হাসপাতালে এক রোগীর সঙ্গে অভব্যতা করার অভিযোগ সামনে এসেছে।

গতকাল রাতে সিপাহীজলা গেলার মধুপুর হাসপাতালে ঘটনা ঘটে। মহিলা রোগীর চিৎকারে আশেপাশের বেডের রোগীরা ছুটে আসেন। আসেন ডাক্তার এবং নার্সরাও।

মহিলার সঙ্গেই শুয়ে ছিল তার এক আত্মীয়। মাঝ রাতে সেই আত্মীয় অসভ্যতা করে বলে পুলিশে জানানো হয়েছে। ঘটনার সময় মহিলার স্বামী হাসপাতালে ছিলেন না। ছিলেন বাড়িতে।

মধুপুর থানার পুলিশ এই মুহূর্তে কিছুই বলতে চাইছে না ঘটনা নিয়ে। তারা শুধু বলেছে তদন্ত চলছে।

আগরতলা, ত্রিপুরা

preload imagepreload image