ত্রিপুরায় কোভিড উনিশে আক্রান্ত আরও ২৪। মোট আক্রান্ত ৮৮।

ত্রিপুরায় কোভিড উনিশে আক্রান্ত আরও ২৪। মোট আক্রান্ত ৮৮।প্রতীকি ছবি

 

ত্রিপুরায় নতুন করে ২৪ জনের দেহে মিলল কোভিড-ওয়ান নাইনের ভাইরাস। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ৮৮। এর মধ্যে এক্টিভ রোগীর সংখ্যা ৮৬। দুজন আগেই সুস্থ হয়ে ফিরেছেন বাড়িতে।

বৃহস্পতিবার রাতে যাদের করোনা আক্রান্ত হিসাবে চিহ্নিত করা হয়েছে তারা সবাই ত্রিপুরার ধলাই জেলার আমবাসা মহকুমায় ৮৬ নম্বর বিএসএফ ব্যাটালিয়নের জওয়ান। আগে যাদের পাওয়া গিয়েছিল তারা ছিলেন ১৩৮ নম্বর ব্যাটালিয়নের। এবার আরও একটি ব্যাটালিয়নের জওয়ানরাও সংক্রমিত হয়ে পড়েছেন।

সব মিলিয়ে ত্রিপুরায় বিএসএফের ৮৬ জন সংক্রমিত হলেন। তার মধ্যে এক জন মহিলা, পাঁচ জন শিশু এবং একজন মেস মাস্টারও আছেন। বাকি ৭৯ জন সবাই জওয়ান।

মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নিজেই তার সামাজিক মাধ্যম থেকে রাতে এ খবর জানিয়েছেন।
২ মে প্রথম বিএসএফ ১৩৮ নম্বর ব্যাটালিয়নের দুই জওয়ান আক্রান্ত হবার তথ্য সামনে এসেছিল। তারপর থেকে প্রতিদিনই আক্রান্তের খবর আসছে।
এপ্রিল মাসের প্রথম সপ্তাহে ত্রিপুরায় প্রথম দুজন করোনায় আক্রন্ত হবার বিষয়টি জানা যায়।

 

COMMENTS