জেএনইউতে আক্রমণের প্রতিবাদে আগরতলায় মিছিল

শিক্ষাঙ্গনে আক্রমণের প্রতিবাদে ১৩ জানুয়ারি আগরতলা শহরে মিছিল করল শিল্পী বুদ্ধিজীবিরা। ৫ জানুয়ারি প্রায় ৫০ জন মুখোশধারী আক্রমণ চালায় দিল্লির জেএনইউ-তে। তার প্রতিবাদে সরব হয়েছে গোটা দেশ। এদিন আগরতলার লেখক বুদ্ধিজীবি, শিল্পী, বিবেকবান মানুষ এর বিরুদ্ধে শহরে মিছিল করেন। আগরতলা শহরের রবীন্দ্র ভবনের সামনে থেকে শুরু হয়েছিল মিছিল। গণতান্ত্রিক ঐক্য মঞ্চ এবং ত্রিপুরা সাংস্কৃতিক সমন্বয় কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হয়েছিল এই প্রতিবাদ মিছিল। মিছিলের সাম্নের ব্যানারে লেখা ছিল ‘বাঁচাও স্বদেশ বাঁচাও মানুষ’। মিছিল থেকে শিক্ষাঙ্গনে আক্রমের বিরুদ্ধে যেমন প্রতিবাদ জানানো হয় তেমনি নাগরিকত্ব সংশোধনী আইন, মহিলাদের উপর নির্যাতনের বিরুদ্ধেও আওয়াজ তোলা হয়েছিল।

 

ভিডিও ব্যবস্থাপনায় অভিজিৎ

আগরতলা, ত্রিপুরা

COMMENTS