ত্রিপুরাতে পালিত সাধারণতন্ত্র দিবস

ত্রিপুরাতে পালিত সাধারণতন্ত্র দিবস

 

৭১-তম সাধারনতন্ত্র দিবস পালিত হল ত্রিপুরাতেও। এদিন ত্রিপুরার বিভিন্ন জায়গায় উত্তোলন করা হয় জাতীয় পতাকা। রাজ্যভিত্তিক মূল অনুষ্ঠানটি হয় আগরতলার আসাম রাইফেলস ময়দানে। এখানে পতাকা উত্তোলন করেন রাজ্যপাল রমেশ বইস। এখানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। আসাম রাইফেলস ময়দানে পতাকা উত্তোলন করে রাজ্যবাসীর উদ্দেশ্য বক্তব্য রাখেন রাজ্যপাল। সেখানে তিনি সরকারের বিভিন্ন কাজকর্মের লেখাজোখা তুলে ধরেন। কিকি বিষয়ে প্রাধান্য দিয়ে রাজ্য সরকার কাজ করছে সে সম্পর্কে রাজ্যপাল তার ভাষণে আলোচনা করেন। আসাম রাইফেলস ময়দানে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান করে।

২৬ জানুয়ারির সকালে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তার নিজ সরকারি বাসভবনে পতাকা উত্তোলন করেন। মহাকরণে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। সিপিআই(এম) রাজ্য দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করেন বিজন ধর, কংগ্রেস ভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন সমীররঞ্জন বর্মণ এবং বিজেপি রাজ্য দপ্তরে জাতীয় পতাকা তলেন মানিক সাহা।

ত্রিপুরার প্রতিতি জেলা সদর, মহকুমা সদর, এবং ব্লক সদরেও হয়েছে বিভিন্ন কর্মসূচী। রবিবার ছুটির দিন থাকলেও এদিন সব স্কুলে সকালেই জাতীয় পতাকা উত্তোলন এবং বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে।

 

আগরতলা, ত্রিপুরা

preload imagepreload image