আপের ইস্তাহারে স্থান পেল দেশভক্তি

আসন্ন দিল্লী বিধানসভা নির্বাচন উপলক্ষে ৪ ফেব্রুয়ারি আম আদমী পার্টি (আপ) নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে। দেশ ভক্তিকে নির্বাচনী ইস্যু করে আপ চমকে দিয়েছে।

ভারতের রাজনৈতিক সংস্কৃতিতে এতদিন ভারতীয় জনতা পার্টিই দেশ প্রেম কিংবা দেশ ভক্তিকে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে ভোটের রাজনীতিতে ব্যবহার করতো। আপের ইস্তাহারে দেশ ভক্তিকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। আপ প্রতিশ্রুতি দিচ্ছে ক্ষমতায় এলে স্কুলের পাঠ্যক্রমে দেশ ভক্তি একটি বিষয় হিসেবে অন্তর্ভুক্ত হবে। দিল্লী বাসীকে ২৪ ঘন্টার জন্য বিদ্যুৎ সরবরাহ সহ শিক্ষা ব্যবস্থার আরও উন্নতি , পরিশ্রুত পানীয় জলের যোগান সুনিশ্চিত করা সহ এক গুচ্ছ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আপের পক্ষ থেকে।

COMMENTS