সারা দেশে যখন সি এ এ বিরোধ ক্রমশ ছড়িয়ে পড়ছে , ঠিক তখনই লখনৌ বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক সিদ্ধান্ত বিশেষ সমালোচনার কারন হয়ে দাঁড়িয়েছে ।
অলোক চান্তিয়া নামে একজন বিশ্ববিদ্যালয়ের কাছে তথ্য জানার অধিকার আইন (আর টি আই ) মোতাবেক কিছু জানতে চেয়েছিলেন । বিশ্ববিদ্যালয় চান্তিয়াকে তথ্য না দিয়ে তার ভারতীয় নাগরিকত্বের প্রমান দিতে নির্দেশ দেয় । চান্তিয়া বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের গোচরে আনেন, কিন্তু কোন সুরাহা হয় নি । বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য, অনেকদিন ধরেই তথ্য জানার অধিকার আইন মোতাবেক কোন তথ্য পেতে চাইলে তাকে ভারতীয় নাগরিকত্বের প্রমাণও দাখিল করতে হয় । (আই এ এন এস )
COMMENTS