গতকাল বিকেলে মুম্বাই পুলিশ রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে একান্ন জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
তারা সবাই জে এন ইউ তে পাঠরত ছাত্র সার্জিল ইমামের সমর্থনে গত শনিবার মিছিল বের করেছিলেন। দিল্লী পুলিশ কয়েকদিন আগে ইমামকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তার করে।
মুম্বাইয়ের আজাদ ময়দান থানার আধিকারিকরা ওই একান্ন জনকে গ্রেপ্তার করে। আজাদ ময়দান থেকে গত শনিবার হামসফর ট্রাস্টের উদ্যোগে বিভিন্ন এল জি বি টি সংগঠনকে নিয়ে সি এ এ বিরোধী মিছিল বের করা হয় । এই মিছিল থেকেই অনেকে ইমামের প্রতি সংহতি জানিয়ে শ্লোগান দেয় । এদেরকে চিহ্নিত করেই গ্রেপ্তার করা হয়েছে।
COMMENTS