ক্যানসার হাসপাতালে করোনা

ক্যানসার হাসপাতালে করোনা

ক্যানসার হাসপাতালেও করোনার থাবা । ঘটনা দিল্লির । দিল্লি স্টেট ক্যানসার ইনস্টিটিউটে নতুন করে দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সন্ধান পাওয়া গেছে । এরা সবাই নার্স । গত সপ্তাহে এই ইনস্টিটিউটের তিনজন নার্স এবং একজন চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন । এরপরেই হাসপাতালটি সিল করে ডিসইনফেকশন করা হয়েছিল।

চিকিৎসক এবং নার্সদের করোনা ভাইরাসে আক্রান্ত হবার পরেই হাসপাতালে ভর্তি ৪৮ জন রোগীকে একটি বেসরকারি হাসপাতালের স্থানান্তরিত করে নেওয়া হয়েছিল । হাসপাতালের ওপিডি অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে।

ধারণা করা হচ্ছে ওই ইনস্টিটিউটের চিকিৎসকের শরীরে তার একজন আত্মীয় থেকে সংক্রমণ ছড়ায় ।চারজন নার্সদের সবাই সেই চিকিৎসক থেকেই সংক্রমিত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে ।

দিল্লিতে ক্যানসার ইনস্টিটিউট বাদেও এইমস , সফদরজং হাসপাতাল এবং মহল্লা ক্লিনিকের বেশ কয়েকজন চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন । এদের সবার চিকিৎসা চলছে ।

COMMENTS