গ্রীন করিডোর: ছুটছে তিনজন নিয়ে এম্বুলেন্স

দুর্ঘটনায় আহত অনেকেই। এর মধ্যে তিনজন ছাত্রের অবস্থা খুবই খারাপ।

ঘটনা পশ্চিম বঙ্গের , কামদেব পুরের। ওই তিন জন ছাত্র যে নিতে হবে এস এস কে এম হাসপাতালে। কাছের হাসপাতালের ডাক্তারদের অভিমত এটাই।ট্রমা কেয়ার এম্বুলেন্স ও জোগাড় হল। তিনজন ছাত্রকে তোলা হল তিনটি এম্বুলেন্সে । দূরত্ব ষাট কিলোমিটার। রাস্তায় থাকবে ট্রাফিক জ্যামও।

পশ্চিমবঙ্গ পুলিশ সাথে সাথেই তৈরি করে নিল গ্রীন করিডোর। ট্রাফিক পুলিশরা রাস্তা ফাঁকা করে রাখলেন। ছুটলো এম্বুলেন্স। এক ঘন্টার মধ্যেই প্রথম এম্বুলেন্স পৌঁছে গেল এস এস কে এমে। বাকি দুটো কিছুক্ষণ পরেই। তিনজনেরই চিকিৎসা চলছে ট্রমা কেয়ার ইউনিটে।

পুলিশের মতে স্কুলের কয়েকজন ছাত্র নিয়ে মারুতি গাড়ি খুব দ্রুত গতিতে ছুটছিল। ঠিক সময়ে স্কুলে পৌঁছতে হবে। নিয়ন্ত্রণ রাখতে পারে নি। পড়ে যায় খালে। আহত হয় সবাই।আহতদের নিয়ে যাওয়া হয় ইমামবাড়া হাসপাতালের। দুজন ছাত্র এবং গাড়ির চালককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

বাকি তিনজন ছাত্রকেই নিয়ে যেতে হয় এসএসকেএমে।এদের অবস্থা এখনো আশঙ্কাজনক।

COMMENTS