পুলিশি হেফাজতে মৃত্যু,আদালতকে জানাতে হবে সিসি ফুটেজে কী আছে

পুলিশি হেফাজতে মৃত্যু,আদালতকে জানাতে হবে সিসি ফুটেজে কী আছে

পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনায় ত্রিপুরা হাইকোর্টে যেতে হল বিষয়টির তদন্তকারীকে। সেই ডেপুটি  পলিস সুপারকে কোর্ট বলেছে থানার সেই দিনের  ভিডিও ফুটেজ দেখে  কোর্টকে জানাবার জন্য।

আগরতলার একটি থানায় সুশান্ত ঘোষ’র মৃত্যু হয়েছে পুলিশের হেফাজতে থাকার সময়। ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত চলছে। তদন্ত পুলিশও করছে।

আদালতেও বিষয়টি গেছে।

তদন্তকারী অফিসারকে আদালত তলব করেছিল। ডিএসপি সৌরভ সেন আদালতে বলেছেন, তদন্ত চলছে। সেই লকআপ’র সিসি ফুটেজ স্টেট ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। ফুটেজ ফিরে এলে তিনি তা দেখে বাকী তদন্তের ব্যাপার ঠিক করবেন।

ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি এ কে কুরেশি’র নেতৃত্বাধীন কোর্ট বলেছে, ল্যাবরেটরি থেকে ফুটেজ তাড়াতাড়ি ফিরে আসুক। পরবর্তী তারিখে তদন্তকারী অফিসার নিজে থেকে আদালতকে সিসি ফুটেজে কী আছে তা জানাবেন।

পরের তারিখ ঠিক হয়েছে ৩ মার্চ।

গত কয়েকমাসে পুলিশ হেফাজত, বিচারবিভাগীয় হেফাজতে গোটা কয়েক অস্বাভাবিক মৃত্যুর ঘটানা হল ত্রিপুরায়।

COMMENTS