ভ্যালেন্টাইন্স ডে কি হুজুগ ? ভারতীয়ত্বে হুমকি ? কেন ‘ডে’ নিয়ে হুড়োহুড়ি ? কারা ?
ভারতবর্ষ ভালবাসার দেশ। পৃথিবীতে তার চেয়ে ভালবাসা আর কে দিতে পেরেছে ! সভ্যতা ছড়িয়ে পড়েই । হুজুগ শুধু এ নিয়ে নয়, দুর্গাপূজাতেও। দেখাতেই হবে যে ! বসন্ত ঋতু শরীর-মনের বিষাদ কাটিয়ে দেয়। ভালবাসায় খবরদারি নয়, এবং সব কিছুইতেই কিছু নিয়ম মানতে হয়।
বিশ্লেষন করেছেন মনোবিদ্যার শিক্ষিকা, কবি অর্পিতা আচার্য ।
অর্পিতা আচার্য, ত্রিপুরার রাজধানী শহর আগরতলার একটি কলেজে মনোবিদ্যা নিয়ে পড়ান। মনোবিজ্ঞানের অধ্যাপনাই শুধু নয়, তাকে চেনা হয় তার কবিতায়। দেশ-বিদেশে কবিতা পড়েন। গোছানো মঞ্চে যেমন, রাস্তার লাইটেও। অসম্ভব স্নেহময়ী অর্পিতাদিদিমণি।
কথা বলেছেনঃ তন্ময়
COMMENTS