কেন্দ্রীয় বাজেট বিরোধী প্রতিবাদে সিপিআই(এম), পার্টি অফিসে বোমা

কেন্দ্রীয় বাজেটের বিরুদ্ধে ত্রিপুরায় সিপিআই(এম)-এর প্রতিবাদ কর্মসূচী। কোথাও পড়ল বোমা। আবার কোথাও মিছিল আটকে দিল পুলিশ। অভিযোগ সিপিআই(এম) নেতাদের।

বোমা ছোঁড়া হল সিপিআই(এম) অফিসে 

পেট্রোল বোমা ছোঁড়া হল সিপিআই(এম) বিশালগড় অফিসে। আজ দুপুর দু’টো নাগাদ কেন্দ্রীয় বাজেটের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে  জড়ো হয়েছিলেন দলের কর্মী-সমর্থকরা। তখনই বাইরে থেকে বোমা ছোড়া হয়। এই অভিযোগ করেছেন সিদ্দিকুর রহমান। তিনি বিশালগড় মহকুমা কমিটির সম্পাদক। তার অভিযোগ বিজেপির দিকে।আগেও সিপিআই(এম) এই অফিস বেশ কয়েকবার আক্রান্ত হয়েছে।

সিদ্দিকুর রহমান বলেছেন, “কেন্দ্রীয় জনবিরোধী বাজেটের প্রতিবাদে বিশালগড় মহাকুমা পার্টি অফিসে এক সাধারণ সভার আয়োজন করা হয়েছিল। আগেই বিশালগড় থানা থেকে পারমিশন নেওয়া হয়েছিল। সভা শুরু হলে অফিসটিলার কালীবাড়ি মাঠে জড়ো হতে থাকে বিজেপির লোকজন। পার্টি অফিসের মাইক খুলে নেয়ার জন্য বলেন তারা। আর কিছুক্ষণের মধ্যেই বাইরে থেকে একটি পেট্রোল বোমা পার্টি অফিসে ছোঁড়া হয়। জ্বলন্ত বোমা পার্টির কর্মীরা  নিভিয়ে ফেলেন।”

এই যখন অবস্থা,  তখন সেখানে দাঁড়ানো পুলিশ সিদ্দিকুর রহমানকে মিছিল বন্ধ করে অফিসের মধ্যে চলে যাওয়ার জন্য বলেন। কর্মীরা অফিসের ভেতরে চলে যান। তখন বাইরে থেকে ইটপাটকেল ছোঁড়া হয় পার্টি অফিসের বাইরে থেকে। সিপিআই(এম) কর্মীরা প্রায় দুই ঘণ্টা   অফিস ঘরে  আটকে ছিলেন।

পুলিশ দিয়ে দলীয় অফিস ঘিরে রাখা হয়।

বিকালে আগরতলায় মিছিল করে সিপিআই(এম)। কেন্দ্রীয় বাজেটের বিরুদ্ধে। কামান চৌমোহনী থেকে মিছিল  মোটরস্ট্যান্ডের দিকে যাবার সময় মিছিল আটকে দেয় পুলিশ। কামান চৌমোহনীতেই রাস্তায় সভা হয়।

সিপিআই(এম) পশ্চিম জেলা কমিটির সম্পাদক পবিত্র কর বলেছেন, প্রতিবাদ করার অধিকার রয়েছে। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট একে মান্যতা দিয়েছে। আজকের মিছিলের ব্যাপারে আগেই জানানো হয়েছিল পুলিশকে। তারা অন্যায়ভাবে মিছিল আটকে দিয়েছেন।

সিপিআই(এম) কর্মীরা চাইলে পুলিসের বাধা ভেঙে মিছিল করতে পারত। কিছু করার ছিল না। কিন্তু তারা সেই রাস্তায় যাননি। নরেন্দ্র মোদী ভয় পেয়েছেন। তাঁর শিষ্য বিপ্লব দেবও ভয় পেয়ে এসব করছেন। দাবি করেছেন পবিত্র কর।

আগরতলা, ত্রিপুরা

COMMENTS