দিল্লিতে করোনাভাইরাস নিয়ে আতঙ্ক প্রতিদিনই বাড়ছে ।
এর মধ্যেই চলছে সিবিএসই’র পরীক্ষা ।
সিবিএসই জানিয়েছে ছাত্রছাত্রীরা মুখে মাস্ক লাগিয়ে বা স্যানিটাইজার নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করতে পারবে ।
বেশ কয়েকজন অভিভাবক সিবিএসই’র কাছে ছেলে মেয়েদের মুখে মাস্ক লাগিয়ে পরীক্ষা হলে ঢোকার অনুমতি দেবার জন্য আবেদন করেন।এই পরিপ্রেক্ষিতেই সিবিএসই সিদ্ধান্ত জানিয়েছে ।
নয়ডাতে বেশ কয়েকটি সিবিএসই অনুমোদিত স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়েছে। করোনাভাইরাস আতঙ্কের জন্যই এই সিদ্ধান্ত ।
এই খবর ছড়িয়ে পড়া মাত্রই ছাত্র-ছাত্রীদের মধ্যে আতঙ্ক বাড়তে থাকে এবং পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের অভিভাবকেরা সিবিএসই’র কাছে বিশেষ অনুমতি পাওয়ার আবেদন করেন ।
ভারতের স্বাস্থ্য মন্ত্রক সূত্রে প্রাপ্ত খবরে জানা গেছে এখন পর্যন্ত ভারতে মোট ২৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সন্ধান পাওয়া গেছে।
সারা বিশ্বে এখন পর্যন্ত আক্রান্ত ব্যক্তির সংখ্যা প্রায় এক লাখ এবং এর মধ্যে ৩১১০ জন মারা গেছেন তাদের মধ্যে অধিকাংশই চীনের বাসিন্দা।
COMMENTS